গ্রামীন ব্যাংক ইউনিয়নে কার্যক্রম আছে। স্থানীয় জনগন বিদেশ থেকে রেমিটেন্স ট্রাষ্ট ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারছে। রামগোপালপুর ইউনিয়নে পোষ্ট অফিসের মাধ্যমে রেমিটেন্স এর টাকা ওয়েষ্টার্ন ইউনিয়নের বুথ থেকে উত্তোলন করতে পারে।
রামগোপালপুর গ্রামীন ব্যাংকের তথ্যাবলী : ২১/১১/১৯৯২ ইং সালে রামগোপালপুর ইউনিয়নে বলুহা গ্রামে রামগোপালপুর গ্রামীন ব্যাংকটি স্থাপন করা হয়। জমির পরিমান ২০ শতক। নিজস্ব ভবন ২টি। একটিতে অফিসের কার্যক্রম করা হয়, অপরটিতে আবাসিক ভবন হিসাবে ব্যবহার করা হয়। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকা : ১। জনাব মো: রাশিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক। ২। জনাব মো: শফিকুল ইসলাম দ্বিতীয় স্বাক্ষরকারী। ৩। জনাব মো: নুরুদ্দিন খান, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। ৪। আবদুল্লাহ আল মামুন, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। ৫। মলয় কুমার সরকার, সিনিয়র কেন্দ্র ব্যাবস্থাপক। ৬। মো: আ: মোতালেব, সিনিয়র কেন্দ্র ব্যাবস্থাপক। ৭। মো: শাহজাহান আহমেদ খান, সিনিয়র কেন্দ্র ব্যাবস্থাপক। ৮। মো: সাইদুল ইসলাম, দৈনিক ভিত্তিতে নিয়োজিত কাজের লোক। ৯। কার্যক্রম: ছাত্রবৃত্তি, উচ্চ শিক্ষা ঋন, সংগ্রামী সদস্য ঋন বিনা সুদে, ক্ষুদ্র ঋন, বিশেষ বিনিয়োগ, বিভিন্ন আমানত গ্রহন ও প্রদান। ছাত্র বৃত্তি প্রদান করা হয় ১২ জনকে, উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ৪১ জনকে, সংগ্রামী ঋন দেওয়া হয় ৪১ জনকে, ক্ষুদ্র ঋন দেওয়া হয় ৪৮১৬ জনকে। ঋনের টাকার পরিমান প্রায় ৭ কোটি। আমানতের পরিমান প্রায় ৪ কোটি।পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস